ফ্রেম
লেখাঃ তানিয়া ভট্টাচার্য
অলংকরণঃ সঞ্চিতা রায়
সকাল
সকাল ঘুম থেকে উঠেই মেজাজটা খারাপ হয়ে গেল মায়ার। কাল রাত্রে আবীরের আগে শুয়ে পড়ার
খেসারত দিতে হবে এখন এই সক্কাল বেলা! অফিসে কাল প্রচন্ড চাপ থাকায় আবীরের জন্য
অপেক্ষা করতে পারেনি। বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েছিল। এখন সকালবেলা উঠে ড্রয়িং রুমের
হাল দেখেই মাথা গরম হয়ে গেল। কাল রাত্রে সুযোগের সদব্যবহার করে আবীর টিভি দেখতে
দেখতে এখানেই খেয়েছে এবং যথারীতি জায়গাটা নোংরা করে রেখেছে!
"আবীর! এদিকে এসো জলদি! কী করে রেখেছ
ঘরটা!"
রান্নাঘর থেকে ভয়ে ভয়ে
বেরিয়ে এল মালতী। সদ্য এ'বাড়ির কাজে ঢুকেছে সে। উঁকি মেরে বোঝার চেষ্টা করল কার
সঙ্গে কথা বলছে বৌদিমণি। মায়া তখনও চিৎকার করে চলেছে পরিত্রাহি। একবার তার দিকে
তাকিয়েই দেওয়ালে ঝোলানো একটা ফটোর দিকে চোখ চলে গেল মালতীর! শুকনো একটা মালা লেগে
রয়েছে ফটোটার একটা কোণে। তবে কি এই জন্যই সবাই বারণ করেছিল এই বাড়িতে কাজ করতে?
Comments
Post a Comment